প্রকাশের তারিখঃ ২৬ জানুয়ারি, ২০২৫
মাঠপর্যায়ে জরিপের তারিখঃ ২৭ জানুয়ারি – ২৫ মার্চ, ২০২৫
লাইটক্যাসেল পার্টনারস বিভিন্ন ধরনের রিসার্চ এবং প্রজেক্ট এর মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির জন্য কাজ করছে। প্রতিষ্ঠানটি বহু বছর ধরে গবেষণা ও নীতিমালা প্রণয়ন নিয়ে বিভিন্ন উন্নয়ন সংস্থা, এনজিও, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে কাজ করে থাকে। এখন পর্যন্ত লাইটক্যাসেল ১৫০ টিরও বেশি দেশী ও বিদেশি সংস্থা এবং স্থানীয় ক্লায়েন্টদের সাথে কাজ করেছে যেমন: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, আইসিটি মন্ত্রণালয়, বিশ্ব খাদ্য কর্মসূচি, নেদারল্যান্ডস দূতাবাস, সুইস দূতাবাস, ইউএসএআইডি, ব্র্যাক ও মেটা। ৩০ টিরও বেশি অর্থনৈতিক খাত/ সেক্টরে লাইটক্যাসেল কাজ করছে।
বর্তমানে আমরা ডিজিটাল সাক্ষরতা ও ডিজিটাল মাধ্যম সম্পর্কে একটি গবেষণা পরিচালনা করছি। ড্যালবার্গ নামের একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান এর সাথেও আমরা কাজ করছি। ড্যালবার্গ একটি বিশেষায়িত প্রতিষ্ঠান যেটি বৈশ্বিক উন্নয়নের জন্য বিভিন্ন দেশ, সরকার, সংস্থা ও কমিউনিটি বা গোষ্ঠীর সাথে কাজ করে এবং তাদের বিভিন্ন বিষয়ে গবেষণা, পরামর্শ, বিনিয়োগ, বিশ্লেষণ ও প্রকল্প ডিজাইন/প্রণয়ন সেবা প্রদান করে থাকে।
এই গবেষণার জন্য বাংলাদেশের ৮ টি বিভাগের ১৬ টি জেলায় মাঠপর্যায়ে ৫ হাজার মানুষের সাথে কথা বলে তাদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হবে। লাইটক্যাসেলের প্রশিক্ষিত তথ্য সংগ্রহকারী দল এসব উপজেলার বিভিন্ন এলাকায় বসবাসরত পরিবারগুলো তে গিয়ে তাদের ডিজিটাল মাধ্যমের ব্যবহার নিয়ে ইন্টারভিউ গ্রহণ করবে। এই সময় ব্যাতিত এবং লাইটক্যাসেল এর আইডি এবং চিঠি ব্যাতিত কাওকে ইন্টারভিউ নেয়ার অনুমতি না দিতে অনুরোধ করা হচ্ছে। এই জরিপের জন্য পরিবার ও উত্তরদাতাদের র্যান্ডমভাবে নির্বাচন করা হবে। ইন্টারভিউতে অনশগ্রহণ করা উত্তরদাতাদের একান্ত নিজস্ব ও ঐচ্ছিক সিদ্ধান্ত।
এই গবেষণার আওতায় জরিপ পরিচালনার জন্য নির্ধারিত এলাকা ও সময়কাল নিচে উল্লেখ করা হলঃ
জেলা | সময়কাল |
ঢাকা | ২৬ জানুয়ারি – ১ ফেব্রুয়ারি |
টাংগাইল | ২৬ জানুয়ারি – ১ ফেব্রুয়ারি |
ময়মনসিংহ | ২ – ৮ ফেব্রুয়ারি |
নেত্রকোণা | ৯ – ১৬ ফেব্রুয়ারি |
চট্টগ্রাম | ২ – ৮ ফেব্রুয়ারি |
কক্সবাজার | ৯ – ১৬ ফেব্রুয়ারি |
সুনামগঞ্জ | ২ – ১০ ফেব্রুয়ারি |
মৌলভীবাজার | ১১ – ২০ ফেব্রুয়ারি |
কুড়িগ্রাম | ২০ ফেব্রুয়ারি – ২ মার্চ |
দিনাজপুর | ২৭ ফেব্রুয়ারি – ২ মার্চ |
পটুয়াখালী | ২০ ফেব্রুয়ারি – ২ মার্চ |
বরিশাল | ২৭ ফেব্রুয়ারি – ১০ মার্চ |
যশোর | ১৩ – ২৫ মার্চ |
বাগেরহাট | ৬ – ১৭ মার্চ |
সিরাজগঞ্জ | ১৩ – ২৫ মার্চ |
বগুড়া | ৬ – ১৭ মার্চ |
লাইটক্যাসেলের নীতি অনুযায়ী উত্তরদাতাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের গোপনীয়তা সর্বদা বজায় রাখা হবে। শুধুমাত্র গবেষণা কাজে এই তথ্য ব্যবহৃত হবে ও সকল উত্তরদাতাদের দেয়া তথ্য একত্রিত করে সমষ্টিগতভাবে গবেষণায় উপস্থাপন করা হবে। কারো ব্যক্তিগত তথ্য বা মতামত অন্য কারো সাথে বা কোন তৃতীয় পক্ষকে জানানো হবে না।
উপরে উল্লিখিত অঞ্চলে বসবাসরত পরিবার ও কমিউনিটির সদস্যদের এই গবেষণা কার্যক্রমে ইন্টারভিউ দেয়ার মাধ্যমে অংশগ্রহণ করা ও আমাদের তথ্য সংগ্রহকারীদের সহযোগিতা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
জরিপ পরিচালনার জন্য মাঠপর্যায়ে লাইটক্যাসেলের যে কো-অর্ডিনেটর, সুপারভাইজর ও তথ্য সংগ্রহকারীরা কাজ করবেন তাদের তালিকা নিচে দেয়া হলঃ
কো-অর্ডিনেটর / সুপারভাইজর এর নাম | আইডি নম্বর |
Faruk Ahmed | LCF501 |
Mahmudul Hassan | LCF702 |
Md Rajib Munsi | LCF705 |
Sharmin Akter Audeti | LCF704 |
তথ্য সংগ্রহকারীর নাম | আইডি নম্বর |
Mirazul Islam | LCD1726 |
Enita Malee | LCD1728 |
Sajid Sorwar | LCD1735 |
Mst.Nazia Jannat | LCD1727 |
Tanjimul Hasan Tamal | LCD1721 |
MD Monirul Islam | LCD503 |
Sarmin Nahar | LCD1731 |
Nusrat Jahan Urmi Sarker | LCD1707 |
Jetendra Nath Roy | LCD1710 |
Sanjida Akter | LCD1720 |
Israt Jahan | LCD1719 |
Sabia Sultana Nitu | LCD1718 |
Farhana Rahman | LCD1736 |
Md.Akil hasan apple | LCD1706 |
Md. Mojaffar Alahi | LCD1734 |
Muzahidul Islam Munna | LCD1732 |
Nurnabee Mia | LCD1737 |
Saurav Babu | LCD1701 |
Merin Jahan Mouri | LCD1708 |
Md.Maruf Hasan | LCD1703 |
Mst. Nurnahar Khatun | LCD1709 |
Beg Abdul Alim | LCD1729 |
Mohammad Ali Jinna | LCD1722 |
Md. Mahamudul Hasan | LCD1723 |
Md Mokhsed Ali | LCD1711 |
MD.Sabuj Hossin. | LCD1730 |
Farhana Siddika Nishi | LCD1733 |
Rahima Akter Mita | LCD1725 |
Shreyas Ahmed Likhon | LCD1702 |
Nilufa Yasmin | LCD1714 |
Md Shihab Uddin | LCD506 |
Sathi Akter | LCD1738 |
Md Raju Ahmed | LCD1739 |
Bonnya Roy | LCD516 |
Taslima Akter | LCD504 |
Romesh Chondra Das | LCD533 |
Naimul Islam | LCD1712 |
Sakila yasmin | LCD511 |
Ayesha Akter Lubna | LCD514 |
Bristy Khatun | LCD505 |
Khadiza akter | LCD535 |
Kamrul Islam Antim | LCD517 |
Ekram Hossain Akash | LCD510 |
Asraful Islam | LCD1740 |
Sahida Akter | LCD502 |
Anuka Raptan | LCD513 |
Md.Imteajul haque | LCD523 |
Md Sharif | LCD528 |
লাইটক্যাসেল পার্টনারস বা এই গবেষণা প্রকল্পের বিষয়ে কোন প্রশ্ন থাকলে আমাদের সহকর্মীর সাথে যোগাযোগ করার অনুরোধ করছিঃ
লতিফা চৌধুরী
ডাটা ম্যানেজার, লাইটক্যাসেল পার্টনারস
যোগাযোগের নম্বর: ০১৮৭৩-৪৯৭৩৯৯
Our experts can help you solve your unique challenges